মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বৃহস্পতিবার ২১ মার্চ ২দিনের সফরে কক্সবাজার আসছেন।
মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০টা ৫মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকাল ১১ টায় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বেলা সাড়ে ১২ টায় মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল সাড়ে তিনটায় তিনি কক্সবাজারের জাতীয় সংসদ সদস্য, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় করবেন।
মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী শুক্রবার ২২ মার্চ সকাল ৯ টায় মহেশখালীর মাতারবাড়ি যাবেন। একইদিন বিকেল ৫টা ১০মিনিটে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব এ.এস.এম হুমায়ুন কবির প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।