আজিজুর রহমান রাজু:
দেশবিদেশের সকল ধরণের বিমানের টিকেট, ভিসা প্রসেসিং ও হজ-ওমরাহসহ যাবতীয় সেবার প্রত্যয়ে রামু রশিদ নগরের পানির ছড়া মামুন মিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে আইডিয়াল ট্যুর এন্ড ট্রাভেলস ও রিয়েল ইন্টারন্যাশনাল।
এসময় তিনি বলেন, পানের ছড়া মামুন মিয়ার বাজারে ট্রাভেল এজেন্সি পেয়ে ইউনিয়নবাসী খুবই আনন্দিত বিশ্বাসের সাথে কাজ করতে পারলেই আইডিয়াল ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির সুফল আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান এবাদুল হক, আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান অধ্যক্ষ মিজানুর রহমান, রামু মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন ও পানিরছড়া বাজার কমিটির সভাপতি ডা. নুরুল আমিন।
এ সময় আইডিয়াল ট্যুর এন্ড ট্রাভেলস ও রিয়েল ইন্টারন্যাশনালের পরিচালক আনোয়ার হোসেন, বাজার কমিটির সাবেক সভাপতি মাওলানা শফিক, মাওলানা মমতাজ আহামদ, সাবেক ছাত্র নেতা আমজাদ হোসেন, হাফেজ নাছির উদ্দীন, সাবেক ইউপি সচিব ছৈয়দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, ব্যবসায়ী রহমত উল্লাহ, মাস্টার আবু ছিদ্দিক, ব্যবসায়ী হাজি শফিক, রাজনীতিবিদ জালাল আহামদ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আমন্ত্রিত অন্যতম অতিথি অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ট্রাভেল এজেন্সির ব্যাপক চাহিদা রয়েছে, সকলকে ভালো সেবা প্রদান করে হালালভাবে ব্যবসা করলে দ্রুত উন্নতি লাভ করা যাবে। ভারুয়াখালী ও রশিদ নগর ইউনিয়নবাসী হাতের নাগালে ট্রাভেল এজেন্সি পেয়েছেন এটি একটি সৌভাগ্যের বিষয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: ফজলুল হক মেম্বার বলেন, এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকেটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট এবং হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ ও ওমরাহ,পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর, গাড়ির টিকেট সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।
আইডিয়াল ট্যুর এন্ড ট্রাভেলস ও রিয়েল ইন্টারন্যাশনাল উদ্বোধনের দিনে আগত গ্রাহকরা তাদের পাসপোর্ট জমা দিয়ে সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
সবশেষে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুভ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।