বিশেষ প্রতিবেদক:

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ায় গভীর রাতে বসানো জুয়ার আসর পন্ড দিয়েছে বেরসিক পুলিশ। শুক্রবার (২২ মার্চ) ভোররাত ২ টার সময় ইয়াবা ডন ও জুয়াড়ী সম্রাট রেজাউল করিমের বাড়ীতে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও থানার এএসআই অন্তু বড়ুয়া। একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও ইয়াবা ডন রেজাউল করিম জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খামার পাড়ার মোজাফফর আহমদের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা ইয়াবা কারবার চালিয়ে আসছে উপরোক্ত রেজাউল করিম। রেজাউলের নেতৃত্বে স্হানীয় বখাটে, চোর, সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের নিয়ে গঠিত এ ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছে স্হানীয় কয়েকজন গডফাদার।
৪ নং ওয়ার্ডের খামার পাড়া ও মিয়াজী পাড়ার ডজন সংখ্যক বখাটে মিলে গঠিত এ অপরাধী গ্রুপের হাতে রয়েছে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র।
স্হানীয়রা জানান, সারাবছর এলাকাজুড়ে চুরি-চামারি ও মাদক কারবারের পাশাপাশি চলমান পবিত্র রমজান মাসেও এরা প্রতিরাতে জুয়ার আসর বসিয়ে আসছিল। এ নিয়ে কেউ কিছু বললেই কোমর থেকে ছুরি বের করে ধমক দেয় ইয়াবা সম্রাট রেজাউল।

অভিযোগ পরিচালনাকারী কর্মকর্তা এএসআই অন্তু বড়ুয়া সাংবাদিকদের বলেন, পলাতক আসামী রেজাউল করিমের নেতৃত্বে গভীর রাতে জুয়ার আসর বসানোর গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে রেজাউলসহ জুয়াড়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, রেজাউল ও তার সিন্ডিকেটের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের গড ফাদারদের নাম বেরিয়ে আসবে।