ছৈয়দ আলম :
পাইওনিয়ার ফুটবল লীগে এফসি ইউনাইটেড ফেনীর অংশ গ্রহণের লক্ষ্যে অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে কক্সবাজার গোল চক্কর মাঠে ৭ ও ৮ ডিসেম্বর উন্মুক্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। এতে জেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদে ফুটবলার অংশগ্রহন করে। বাছাই কার্যক্রমে কোচের দায়িত্ব পালন করেন কক্সবাজারের সাবেক তারকা খেলোয়াড় খালেদ হোসেন। কোচ খালেদ হোসেন জানান, আগামী কিছুদিনের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইওনিয়ার ফুটবল লীগ। উক্ত লীগে কক্সবাজার থেকে অংশগ্রহণের লক্ষ্যে আমরা বাছাই করে ভালো খেলোয়াড়দের নিয়ে ঢাকায় পাঠাচ্ছি। আশা করি কক্সবাজারের ছেলেরা লীগে ভালো খেলে কক্সবাজারবাসীর জন্য সম্মান বয়ে আনবে।
আজকের বাছাইকৃত ৪৭ জন খেলোয়াড় জেলার বিভিন্ন উপজেলার রয়েছে। তাদের নিয়ে ২০ ডিসেম্বর কক্সবাজার গোল চক্কর মাঠে অনুশীলন হবে। ২২ ডিসেম্বর তারা ঢাকায় চলে যাবেন। সেখানে ক্যাম্পে থেকে অনুশীলন করবেন। চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা :
মংহ্লা, সাখাওয়াত, তাসিন, হামিম, রাসেল, রাশিব বড়ুয়া, মজিদ, ইউনুছ, ইফতেখার হাসনাত, বোরহান, রাকিব, নাদিম, জাহাঙ্গীর, রাসেল, মারওয়ান, রিয়াদ, তাহের, রিয়াজ উদ্দিন, আরমান, সাইফুল, গিয়াস, তানভির, তারেক, তৌকির, সাইফুল, মুরাদ, হ্নদয়, লালু, অরুন, সালাউদ্দিন, মং, জসিম, আদিল, সাকিব, জিহাদ, সাইফুল, রিয়াজ, ছেনা মং, রিফাত, মাহমুদুর রহমান, রশিদুর রহমান, সাগর, ইমরান, ছৈয়দ নুর, এহসান, রাফি।