মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। মঙ্গলবার ২৬ মার্চ কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,বিপিএম, পিপিএম (বার) এর নেতৃত্ব এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) প্রশাসন ও অর্থ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ক্রাইম এন্ড অপস্, মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, বিপিএম সহ কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
একইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতেও কক্সবাজার জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।