আব্দুস সালাম,টেকনাফ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২০০ জন অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে এ ইফতার সামগ্রী বিতরণ করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
প্রধানমন্ত্রীর আদেশে এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক এর দিক- নির্দেশনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন সদরের ২নং জিপি গেইট সংলগ্ন বিজিবি অডিটোরিয়াম এর সম্মুখে বিজিবিএমএস সীমান্তবর্তী ২০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয় বলে জানান বিজিবি।
এসময় বিজিবর অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই মাস ধনী-গরীব সবাইকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।