প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলার রামু উপজেলা শাখার উদ্যোগে ২৬ মার্চ স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আমীর ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। উপজেলা সেক্রেটারি আ না ম হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এম রফিক, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা বাশির, মাহবুবুর রহমান। প্রধান অতিথি বলেছেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও দেশবাসী এখনো প্রকৃত স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। গণতন্ত্র ও বাক স্বাধীনতা আজ নেই বললেই চলে। তাই আজকের স্বাধীনতা দিবসের শপথ হোক জুলুম নির্যাতন ও গণতন্ত্র হরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন।