চট্টগ্রাম-কক্সবাজার রেল পথে চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরী নিহত হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস অনিকা (১৪) খুটাখালীর মেধাকচ্ছিয়া ৩নং ওয়ার্ড এর বাসিন্দা শহিদুল্লাহর মেয়ে।
বুধবার (২৭ মার্চ) ভোর ৬ টার দিকে খুটাখালী ৩নং ওয়ার্ড রেল লাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল এ বিষয়ে জানান, ভোরে সেহেরি খাওয়ার পরে নামাজ শেষে রেল লাইনে হাঁটতে গিয়ে এ ঘটনা ঘটে।
এদিকে কক্সবাজারে রেল চালু হওয়ার পর থেকে বিভিন্ন সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাচ্ছে গবাদিপশু ও মানুষ।
রেলওয়ের দুলহাজারা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন দিয়ে দৈনিক চারটা ট্রেন যাওয়া আসা করে। তাই এসময়ে সকলকে সর্তক থাকার পরামর্শ রেলের এ কর্মকর্তার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।