ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের সীমান্ত-লাগোয়া কিরিয়াত শোমোনা শহরে অন্তত এক ইসরায়েলি নিহত হয়েছেন। রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের কিরিয়াতে ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন তিনি।
বুধবার(২৭ মার্চ) ইসরায়েলের মেডিক্যাল সংস্থা মেগ্যান ডেভিভ অ্যাডম এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মেগ্যান ডেভিভ অ্যাডম বলেছে, জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কিরিয়াত শোমোনায় ক্ষতিগ্রস্ত একটি কারখানায় তল্লাশি চালিয়েছে। ওই সময় সেখানে ২৫ বছর বয়সী এক তরুণকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তার শ্বাস-প্রশ্বাস ছিল না। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার জবাবে বুধবার ভোরের দিকে ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরে মুহুর্মুহু রকেট হামলা করা হয়েছে।
লেবাননের দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, একদিন আগের ইসরায়েলি বিমান হামলায় লেবাননের হাব্বারিয়াহ গ্রামে অন্তত সাতজন নিহত হয়েছেন।ইরান সমর্থিত এই গোষ্ঠীটির জরুরি ব্যবস্থাপনা ও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।