আব্দুস সালাম,টেকনাফ:
টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন অপহরণের ঘটনায় অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(২৯ মার্চ) ভোরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন-টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং দক্ষিণ পাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে নবী সুলতান প্রকাশ নবীন এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত হোছেনের ছেলে মো. ছলিম।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে একটি টিম ভোররাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।
এর আগে বুধবার সকালে ১০ জনকে অপহরণ করে মুক্তিপণ দিয়ে রাতে ছাড়া পান। তাদেরকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২নং উনচিপ্রাং ক্যাম্পের দক্ষিণ পাশের পাহাড় থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে বলে জানা যায়।
মুক্ত হওয়া অপহৃতরা হলেন-মোঃ আকতার হোসেন (২২), মো. কামাল হোসেন (১২), মো. আমির হোসেন (১৫), মো. সৈয়দ হোছন (৩০), মো. ফজল কাদের (৪৫), মো. নূর (১৩), মো. জুনায়েদ (১০), মো. সাকিল আহমেদ (১২), ফরিদ হোসেন (৩০), মো. ইসমাইল (২৭)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।