টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার(২৮ মার্চ) উনচিপ্রাং ২২ নং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নজির আহমেদ। সে হোয়াইক্যং ২২নং উনচিপ্রাং ক্যাম্প ব্লক-সি/১ এ অস্থায়ী বসবাস করেন।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদু সালাম চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বৃজস্পতিবার র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে আভিযানিক দল ২২নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-সি/১, এর সামনে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বলে জানা যায়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। তার নাম নজির আহমদ।