মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের নতুন সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার যোগদান করেছেন। সোমবার (১ এপ্রিল) পূর্বাহ্নে কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডাঃ নোবেল কুমার বড়ুয়া থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। সংশ্লিষ্ট সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দায়িত্ব গ্রহণের পর সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার তাঁর কার্যালয়ে কর্মরত সরকারি ও সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে কুশল বিনিময় এবং তাঁর দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে কক্সবাজারের নতুন সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার তাঁর কার্যালয়ে আসলে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদার একইদিন অপরাহ্নে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এবং পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সিভিল সার্জন জেলার স্বাস্থ্য বিভাগের কাজে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নতুন সিভিল সার্জন ডাঃ আসিফ আহমেদ হাওলাদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কক্সবাজার জেলায় আন্তঃ বিভাগীয় সহযোগিতা ও সমন্বয়ের ধারা সামনের দিনে আরো বেগবান হবে বলে কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
ডাঃ আসিফ আহমেদ হাওলাদার বিসিএস (স্বাস্থ্য) ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরে সহকারী পরিচালক (শৃঙ্খলা), দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এর ডেপুটি সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, কক্সবাজারের বিদায়ী সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাকে পদোন্নতি দিয়ে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে উপপরিচালক (অডিট) পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ডাঃ নোবেল কুমার বড়ুয়াকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দিয়ে নতুন কর্মস্থলে যোগদান করেন।