শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন শাখা) সিনিয়র সহকারী কমিশনার মো. মঈনুল হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় (সার্বিক) কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে মো. মঈনুল হোসেন চৌধুরীকে পদায়নের তথ্য জানানো হয়।
জানা গেছে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আমির হোসাইনের পুত্র মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ করে ২০১৭ সালে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এছাড়া তিনি সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয়, রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়, চট্টগ্রামের কাপ্তাই উপজেলা সহকারী (ভুমি) কমিশনার, কক্সবাজারের মহেশখালী উপজেলা সহকারী (ভুমি) কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন শাখা) সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালনকালে তাকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।