মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতি ও শহরের টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ আবদুল্লাহ পেশকার এর ১৩তম মৃত্যুবার্ষিকী ৭ এপ্রিল (২৭ রমজান)। ১৩ বছর আগে ২০১১ সালের ২৭ রমজান রাতে কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার বড়পুকুর পাড়স্থ ‘কুসুমনিলয়’ নিবাসী সবার প্রিয় আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে বিশাল নামাজে জানাজা শেষে টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাতা-পিতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ‘আলহাজ্ব আবদুল্লাহ পেশকার স্মৃতি পরিষদ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রোববার মরহুমের বাসভবনে খতমে কোরআন, অসহায়, গরীব, নিন্মআয়ের মানুষদের খাদ্য ও ঈদ সহায়তা প্রদান, কবর জেয়ারত ও দোয়া মাহফিল।
‘আলহাজ্ব আবদুল্লাহ পেশকার স্মৃতি পরিষদ’র সভাপতি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সহ সভাপতি লোকমান হাকিম জিল্লু মিয়া ও সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (শি:) মহিউদ্দিন আলিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদুল আলম সজীব মরহুম আবদুল্লাহ পেশকার এর ত্রয়োদশ মৃত্যূবার্ষিকীর অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ এবং মরহুম ও মরহুমের পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।