বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে এক বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের(কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেও সিম বমকে আটক করেছে র‌্যাব।

রবিবার(৭ এপ্রিল) ইউনিয়নের শ্যারনপাড়া থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, কেএনএফের প্রধান সমন্বয়ক চেও সিম বমকে তার নিজ ঘরের আলমারির ভেতরে লুকানো থাকা অবস্থায় আটক করা হয়েছে।

এর আগে রোববার(৭ এপ্রিল) বান্দরবানের থানচি ও রুমার কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরুর কথা গণমাধ্যমকে জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে  এ কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের সফলতার জন্য নিরাপত্তার প্রয়োজনে সব বিষয় আমরা প্রকাশ না করলেও জনসাধারণের যেটুকু জানা প্রয়োজন আমরা তা গণমাধ্যমকে প্রকাশ করবো।




তিনি আরও বলেন, সংগঠনটির স্থানীয় প্রশাসনের শান্তি আলোচনা চলছিল। আলোচনা চলাকালে তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযান পরিচালনা করিনি। তারা দুইবার শান্তি আলোচনায় বসছে। তৃতীয়বার বসার কথাও বলেছে। তাদের স্টার সানভেতে সেনাবহিনীর পক্ষ থেকে রুমার গীর্জায় উপহার পাঠানো হয়েছে। আমরা তাদের বিশ্বাস করেছিলাম। তাদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি।

২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক শাখায় ফিল্মি কায়দায় হামলা চালিয়ে টাকা লুট করে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ। এ সময় ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতে পরদিন(৩ এপ্রিল) থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় ৭টি মামলা হয়। তবে এসব মামলায় কেএনএ’র কোনো নেতা ও সশস্ত্র বাহিনীর সদস্যের নাম উল্লেখ করা হয়নি।