সিবিএন অনলাইন ডেস্ক:

সাভারের আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে যাত্রীদের মারধরে বাসচালক ও সহকারী নিহত হয়।

সোমবার(৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে ইপিজেড সংলগ্ন এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীদের মারধরে তারা আহত হন। যাত্রীরাই তাদের হাসপাতালে ভর্তি করেন।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ডাক্টর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৮ এর উদ্যোগে ইফতার ও মিলনমেলা

তিনি বলেন, ‘বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হয় ইতিহাস পরিবহনের চালক ও কনডাকটর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।’

ময়নাতদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিহত হৃদয়ের বড় ভাই আতিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘একজন যাত্রী মিরপুর থেকে গাড়িতে ওঠেন। রাস্তায় ভাড়া নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। ভাড়া ২০ টাকা বেশি নিয়ে কথা কাটাকাটি হয়। বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িতে উঠে আমার ভাইকে মারধর করে এবং মেরেই ফেলে।

‘এরপর ড্রাইভারকেও মারধর করে। হাসপাতালে তার মৃত্যু হয়। মরদেহ এখনো হাসপাতালে আছে। আমরা হৃদয়ের মরদেহ গাজীপুরে নিয়ে যাব,’ বলেন আতিকুল।

নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তা চাই জান্তা বাহিনী

ইতিহাস পরিবহনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘চালক ও হেলপার দুজনই মারা গেছে। যতটুকু জানতে পেরেছি ইপিজেডের ওখানে ঝামেলা হয়েছিল। বেশ কয়েকজন যুবকের মারধরে চালক ও হেলপার মারা গেছে। বাড়তি ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে মারধরে মারা গেছে কি না, বলতে পারছি না।’

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।