সিবিএন ডেস্ক:
উত্তর কানজার পাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে পাঠাগার উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৮ এপ্রিল) পাঠাগারের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভাপতি নুরুল মোস্তফার সভাপতিত্বে ও কার্যকরী পরিষদের সদস্য আমিনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা নুরুল বশর ছিদ্দিকী, ডা. হাফেজ মুজিবুল হক, অধ্যাপক নুরুল আমিন, মাওলানা রফিকুল্লাহ, এড. ফরিদুল আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় নাঈমুর রশিদ ছিদ্দিকীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি নুর আহমদ আনোয়ারী।
পরে মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।