চকরিয়ায় চিংড়ী ঘের থেকে অপহরণ হওয়া ৪ জনকে খুটাখালী হেতালিয়া থেকে উদ্ধার করা করেছে র্যাব।
কক্সবাজার র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘের মালিকের অভিযোগে ভিত্তিতে দিবাগত রাতে চকরিয়া খুটাখালীর হেতালিয়ায় অভিযান শুরু করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে জিম্মি দশায় থাকা অপহৃত প্রহরী রুহুল আমিন, নাছির উদ্দিন,দুদু মিয়া ও মনুকে উদ্ধার করে র্যাব।
আবু সালাম চৌধুরী জানান, ডাকাত দলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।