বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
শান্তির বার্তা পৌঁছে দিতে ধর্মীয় পোশাকে লন্ডনে বাংলাদেশী এক শিক্ষার্থীর ঈদ উদযাপন
প্রকাশিত - এপ্রিল ১৩, ২০২৪ ২:০৭ এএম
জালাল আহমদ, নিজস্ব প্রতিবেদক:
ইসলাম শান্তির ধর্ম। তাই ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিতে ধর্মীয় পোশাক পরিধান করে লন্ডনে এ বছর ঈদ উদযাপন করেছেন বাংলাদেশী এক শিক্ষার্থী।
জানা যায়,প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশের মাটিতে পাড়ি জমান । পড়াশোনা এবং চাকরির সুবাদে তাঁরা বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেন। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে ইসলামের শাশ্বত শান্তির বাণী সবার কাছে পৌঁছে দিতে ধর্মীয় পোশাক পড়ে লন্ডনে ঈদ উদযাপন করেছেন এক বাংলাদেশী শিক্ষার্থী।
বরিশাল নিবাসী এই শিক্ষার্থীর নাম জুবায়ের শিকদার। তিনি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ইংল্যান্ডের টিসাউড বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতকউত্তোর ডিগ্রি সম্পন্ন করে এখন পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।
ধর্মীয় পোশাক পরিধান করা প্রসঙ্গে জুবায়ের শিকদার বলেন " ইংল্যান্ড একটি খ্রিস্টান ধর্মাবল্বী দেশ।সৌদি আলখেল্লা যুবরাজদের পোশাক। ইসলাম ফোবিয়া থেকে উত্তরণ এইসলামের শান্তির বার্তা সারা পৃথিবী তে ছড়িয়ে দিতে আমি এই পোশাক পরিধান করেছি। "
আরও পড়ুন:
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
Copyright © 2024 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.