শনিবার, ৫ অক্টোবর ২০২৪
টেকনাফে ৭বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত - এপ্রিল ১৩, ২০২৪ ৯:২০ পিএম
আব্দুস সালাম,টেকনাফ :
টেকনাফের কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি (৩২)নামে সাত বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতার সেই সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার করিম আহাম্মদের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,শুক্রবার (১২এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি দল সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা অভিযান চালায়।
এসময় মাদক মামলার সাত বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ওসমান গনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে চট্টগ্রাম খুলশী থানার মাদক মামলার জি.আর নং-২৬/১৪ইং-মামলা নং-৮(২)১৪।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2024 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.