রোববার, ৬ জুলাই ২০২৫
টেকনাফে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার
প্রকাশিত - এপ্রিল ১৩, ২০২৪ ১১:০১ পিএম

আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফ নোয়াপাড়া এলাকা হতে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার অর্থদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত যুবক- সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার হাজী রশিদ আহাম্মদের ছেলে রিয়াজ উদ্দিন মোর্শেদ(১৯)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে টেকনাফ উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি রিয়াজ উদ্দিন মোর্শেদ(১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৫। গ্রেফতারকৃত মোর্শেদ এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৮৭, তারিখঃ ২০/০৮/২১, জি.আর নং-৭০৯/২০২১, পি নং-৪৫৬/২২, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ২০০২ এর ৪(১), ধারা মোতাবেক মামলা রয়েছে।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামি নোয়াপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অবগত হয়ে তাকে গ্রেফতারপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর পেতে যুক্ত থাকুুন CoxsbazarNEWS.com এর সাথে।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.