সংবাদ বিজ্ঞপ্তি:

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলার নবগঠিত কর্মপরিষদের
পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিদায়ী জেলা কর্মপরিষদ কর্তৃক নবগঠিত কর্মপরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত জেলা সভাপতি অলি উল্লাহ আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। প্রধান আলোচক ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ আলোচক ছিলেন, সদ্য বিদায়ী জেলা কর্মপরিষদের সভাপতি ও কেন্দ্রীয় অর্থ সচিব হাফেজ শওকত আলী, সাবেক জেলা সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সচিব মুহাম্মদ দিদারুল আলম, বিদায়ী জেলা প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম।

নবনির্বাচিত জেলা সাধারণ সম্পাদক হাফেজ জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নতুন দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান, সদ্য বিদায়ী জেলা সভাপতি হাফেজ শওকত আলী।

অনুষ্ঠানে নতুন দায়িত্বশীলদের মধ্যে বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোসাইন জমিল, দফতর সম্পাদক আহমদ প্রমুখ।

এ সভায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্ব স্থাপনকারী (মারকাযপ্রাপ্ত) ইসলামী ছাত্রসমাজ কর্মী কামরুল হাসান, হুমাইদ সাইফী ও আম্মার উদ্দিনকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠান শেষে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সাবেক-বর্তমান নেতৃবৃন্দ। এসময় তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্রসমাজ প্রখ্যাত ওলামা-মশায়েখের রেখে যাওয়া আমানত। একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের মাধ্যমে এ আমানতের সুরক্ষা করতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কর্মতৎপরতাও অব্যাহত রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক নিজামী প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক পাঠ্যক্রমের সমন্বয়ে নিজেদের যোগ্যতার বিকাশ ও কর্মীদের মানোন্নয়নে যত্নবান হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেন, সংগঠনের সংবিধান, কর্মনীতির আলোকে গঠনমূলক কর্মধারা সচল রাখতে হবে। সেই সাধে নিজেদের মেধা-প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে ঈমানদীপ্ত জ্ঞান-প্রজ্ঞার আলো ছাত্রজনতার মাঝে ছড়িয়ে দিতে হবে।

প্রধান আলোচক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেন, ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ যোগ্য সৈনিক ও আদর্শ নাগরিক গড়ে তোলার এক আদর্শিক মিশনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ। সাংগঠনিক শৃঙ্খলা, ধারাবাহিক দাওয়াতী তৎপরতা এবং পরস্পরে সমন্বয়, সংহতি, সম্প্রীতি, সংযোগ রক্ষার মধ্যদিয়ে এ মিশনকে তরান্বিত করতে হবে।

বিদায়ী জেলা সভাপতি হাফেজ শওকত আলী অর্পিত দায়িত্ব পালনে আদর্শিক অভিযাত্রাকে তরান্বিত করতে ইখলাসের সাথে কর্মতৎপরতা চালিয়ে যাওয়ার জন্য নবনির্বাচিতদের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে নতুন জেলা সভাপতি অলি উল্লাহ আরজু ঈমানদীপ্ত কাফেলা ইসলামী ছাত্রসমাজের বিপ্লবী কর্মধারা বেগবান করার লক্ষ্যে দায়িত্ব পালনে দু’আ ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।