শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
টেকনাফে ফের ৯ বিজিপি সদস্যের অনুপ্রবেশ
প্রকাশিত - এপ্রিল ১৪, ২০২৪ ২:৪০ পিএম

আব্দুস সালাম,টেকনাফ:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বিজিপির সঙ্গে চলমান সংঘাতের কারণে টেকনাফ সীমান্তে ফের মিয়ানমারের ৯ বিজিপি সদস্য আশ্রয় নিয়েছেন। পরে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার হোয়াইক্যং সীমান্তের খারাংখালী সীমান্ত দিয়ে ৩ জন ও ঝিমংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ৬ জন প্রবেশ করেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির (এএ) চলমান সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। সপ্তাহব্যাপী ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসরত বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে মিয়ানমারের ৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে। পরে বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী বলেন, সকালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৯ জন সদস্য মিয়ানমার থেকে পালিয়ে প্রাণ বাঁচাতে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি ও ঝিমংখালি সীমান্তে ঢুকেছে। পরে দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে, তাদের হেফাজতে নেন।
প্রসঙ্গত, এর আগেও চলমান সংঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দফায় দফায় টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ১২৯ জন বিজিপি'র সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল।
Copyright © 2025 CBNBD.COM- News Portal Of Cox's Bazar. All rights reserved.