বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নতুন সিনেমা করতে যাচ্ছেন কিং খান। তার নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাবেন হিমেল আশরাফ। নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জোরকদমে চলছে প্রস্তুতি।
এরই অংশ হিসেবে শাকিবের লুক চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটিতে শাকিবকে কোন রূপে দেখা যাবে, তার একটি ঝলক দেখা গেল আজ। নায়ক নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নতুন সাজে তোলা একটি ছবি শেয়ার করেছেন। যেটা দেখে চমকে গেছেন ভক্তরা।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ডের মঞ্চে শাকিব বলেছিলেন- দেশের এবং বিদেশের টেকনিশিয়ান-শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এতদিনে রিলিজও হয়ে যেত। সব সময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষপ্রান্তে পর্যন্ত পৌঁছে যাক। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের হলিউডসহ বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন। এরপর আগামী ঈদেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, শাকিব খান সর্বশেষ শুটিং করেছেন ‘গলুই’ সিনেমার। সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর প্রযোজনায় নির্মিত হয়েছে এটি। পরিচালনায় এসএ হক অলিক। এতে শাকিবের নায়িকা হয়েছেন পূজা চেরি।