প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সিটি কলেজে উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে ‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপিত হয়েছে। বাঙালি সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে থাকা এই উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে কক্সবাজার সিটি কলেজ পরিবারের সদস্যরা স্বতস্ফূর্তভাবে বর্ষবরণের আয়োজনে একত্রিত হয় প্রাণের তাগিদে।
নতুন বছরকে স্বাগত জানাতে ১৪ এপ্রিল ২০২৪, সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ উদযাপনের সূচনা হয়। এরপর কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং, গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম (পি.পি), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও জ্যৈষ্ঠ শিক্ষকবৃন্দের সাথে ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার, পিঠা ও ফলমূল সকলের সাথে ভাগাভাগি করে তার স্বাদ গ্রহণের মাধ্যমে নববর্ষ উদযাপনের সূচনা ঘোষনা করেন। পরবর্তীতে ‘এসে হে বৈশাখ’ গান সমবেত কন্ঠে পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মেঘলা দেব। এই অনুষ্ঠান গান, কবিতা, নৃত্য ও কথামালার সহযোগে অনেকটা দেশীয় আঙ্গিকে উপস্থাপিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে কথামালায় নিজেদের বাংলা নববর্ষ উদযাপনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে কর্মচারীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব নুরুল ইসলাম। শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহানূর আকতার এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোঃ জাফর সাদেক নববর্ষ উদযাপনের ক্ষেত্রে সিটি কলেজের ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন আগামীতেও আরও সুন্দরভাবে বর্ষবরণের আশাবাদ ব্যক্ত করেন। কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম (পি.পি) তাঁর শুভেচ্ছা বক্তব্যে নতুন বছরে জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও করণীয় প্রসঙ্গে আলোকপাত করেন। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ ক্য থিং অং বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহাসিক পটভূমির প্রসঙ্গে আলোচনা করেন এবং বিগত বছরে জীর্ণতা মুছে ফেলে সমৃদ্ধশালী বাংলাদেশ বিনিমার্ণের পথে নিজেদের নিয়জিত করার আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে সঙ্গীত পরিবেশন করে ঐশী বিশ্বাস ও আদৃতা দাশ, কবিতা আবৃতি করে ত্রিয়া দাশ অমি এবং নৃত্য পরিবেশন করে তোফাইয়া ইসলাম। তবলায় সহযোগিতা করে জয়দ্বীপ। শিক্ষকমন্ডলীর মধ্য থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও কবিতায় স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক কামরুন্নাহার, অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা ও অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী।
‘বাংলা নববর্ষ ১৪৩১’ উদযাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন থিয়েটার স্টাডিজ বিভাগের অধ্যাপক কে. এম. সানাউল হক।