মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের বিচার পাওয়ার সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও অনেকক্ষেত্রে অসচ্ছল, অসহায়, নির্যাতিতা, সমাজে পিছিয়ে থাকা লোকজন বিচারের আশায় আদালতের দারস্থ হতে পারতেন না। ফলে তারা আইনের আশ্রয় নিতে ব্যর্থ হয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হতেন। লিগ্যাল এইড সমাজের সেসব পিছিয়ে থাকা মানুষের বিচার পাওয়ার ন্যায্য অধিকার সুনিশ্চিত করেছে। ফলে সকলে সরকারের এই মানবিক কার্যক্রমের সুফল ভোগ করছে।
জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ আরো বলেন, লিগ্যাল এইড এর কারণে অসচ্ছল, অসহায়, নির্যাতিতা, নারী, তৃতীয় লিঙ্গ, সমাজে পিছিয়ে থাকা লোকজন বিনামূল্যে সরকারি খরচে আইনী সহায়তা পাচ্ছেন। কিন্তু সরকারের এই অনন্য কার্যক্রমের বিষয়টি প্রান্তিক জনগোষ্ঠী খুব একটা অবহিত নন। তাই লিগ্যাল এইড এর কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে সরকার প্রতিবছর জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করছে। সারাদেশের ন্যায় কক্সবাজারেও আগামী রোববার ২৮ এপ্রিল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর মাধ্যমে জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করা হবে। আগামী রোববার লিগ্যাল এইড দিবসের সকল কর্মসূচী জাঁকজমকপূর্ণভাবে সফল করতে জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ সরকারি, বেসরকারি, সায়ত্তশাসিত সংস্থা, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান, গণমাধ্যম, আইনজীবী সমিতি, বিশিষ্টজন, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় লিগ্যাল এইড দিবসের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুনসী আবদুল মজিদ একথা বলেন। জেলা লিগ্যাল এইড অফিসার (ভা:) ও সিনিয়র সহকারী জজ আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পঞ্চম আদালত এর বিচারক নিশাত সুলতানা, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রমিজ আহমদ, অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট সাকী এ কাউসার, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ সাত্তার, ইউএনএইচসিআর-এর কামরুল হাসান আরিফ, এনজিও এক্সপাউরুল এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার কে. পল প্রমুখ। এ বছর “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালন করা হবে।
প্রস্তুতি সভায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, বিচার বিভাগের জন্য একমাত্র জনসম্পৃক্ততা সম্পন্ন দিবস হচ্ছে ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস। লিগ্যাল এইড এর কার্যক্রম তৃণমূলে পৌঁছাতে দিবসটিকে সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতি সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা বলেন, সরকারের অসাধারণ মানবিক কার্যক্রম লিগ্যাল এইড এর লক্ষ্য, উদ্দেশ্য সর্বত্র ছড়িয়ে দিয়ে সচেতনতা সৃষ্টি ও সবাইকে অবহিতকরণের জন্য জাতীয় লিগ্যাল এইড দিবস। এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে সরকারের এ মহৎ উদ্যোগ সফল করার জন্য সবার প্রতি আহবান জানান বিচারক নিশাত সুলতানা।
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন, সরকারের সকল মহৎ কর্মের সাথে কক্সবাজারের গণমাধ্যম কর্মীদের সার্বিক সহায়তা সব সময় অব্যাহত থাকবে। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ কক্সবাজারে পালনেও গণমাধ্যমের অনুরূপ সহায়তা প্রদান করা হবে।
কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার এর পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, লিগ্যাল এইড মতো সরকারের মানবিক কাজের প্রচার প্রচারণার গুরুত্ব খুব বেশি। লিগ্যাল এইড এর প্রচারণার মাধ্যমে সরকারের এ মহৎ উদ্যোগ আশাতীত সাফল্যের পাশাপাশি বিচার বিভাগের ভাবমূর্তিও আরো উজ্জ্বল হবে এবং বিচার বিভাগের প্রতি গণমানুষের আস্থা ও বিশ্বাস আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার তাঁর বক্তব্যে রোববার জাতীয় লিগ্যাল এইড দিবস সফল করতে আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রস্তুতি সভায় বিচারকদের মধ্যে, কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খন্দকার, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী, অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট সলিমুল মোস্তফা, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান লিটন, অ্যাডভোকেট এম. রাসিব আহমেদ, অ্যাডভোকেট এসমিকা সুলতানা, অ্যাডভোকেট আবু হেনা ইয়াসমিন, অ্যাডভোকেট ফারহানা রব সাথী, অ্যাডভোকেট রাজর্ষি ধর রাজ, অ্যাডভোকেট মোঃ ইমরান, লজিস্টিক অফিসার ছোটন শর্মা, আইন কর্মকর্তা লুবনা মুশতারী, পালস এর লিগ্যাল এসোসিয়েট অ্যাডভোকেট লিপিকা পাল, ব্র্যাক এর কেইস ম্যানেজমেন্ট সুপারভাইজার মেরিনা আকতার মেরী, ব্র্যাক এর কেইস ওয়ার্কার মরিয়ম আকতার, নুর মোহাম্মদ, ব্র্যাক এর স্লিপ প্রকল্পের অফিসার মোহাম্মদ জুনায়েদ, ইউনিসেফ এর চাইল্ড প্রটেকশন অফিসার আসমা আনোয়ার, ইউনিসেফ এর ডিভিশনাল কোঅর্ডিনেটর জাবেদ আনোয়ার, ইউএনডিপি’র কেফায়েত উল্লাহ, ইউএনডিপি’র মোঃ আবদুস সামাদ, ডেস্ক অফিসার মোস্তাফিজুর রহমান, মোঃ জহির উদ্দিন, হামিদ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান সহকারী হাসান ইমতিয়াজ, দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার মোহাইমিনুল ইসলাম সাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।