মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়া :
চকরিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে জামিলা বেগম (৩৫) নামের মহিলা কাঠুরিয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুর সাড় ১২ টারদিকে চকরিয়া উপজেলার কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং ফরেস্ট বিটের সরকারি সংরক্ষিত বনাঞ্চলের বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় এই ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।
ডুলাহাজারা স্টেশনে ঈদ স্পেশাল ট্রেনের চাকা লাইনচ্যুত, চলাচল সাময়িক বন্ধ
নিহত জমিলা বেগম (৩৫) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটার বাসিন্দা শাহ আলম সহধর্মিণী।
রেঞ্জ কর্মকর্তা বলেন, সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে বন বিভাগের অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ। বর্তমানে বন্য হাতির আবাসস্থল হিসেবে অল্প কিছু বনাঞ্চল রয়েছে। এসব বনাঞ্চলে প্রবেশ করলে যেকোনো সময় বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত হতে পারে।
এই বিষয়ে এলাকাবাসীর সচেতন হতে হবে।বন বিভাগ হাতি - মানুষ দ্বন্দ্ব নিরসনে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সচেতনতা মূলক সভা করছে।এলাকার সুশীল সমাজের ও এগিয়ে আসতে হবে, যাতে ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে। মানুষ আর বন্যপ্রাণী উভয়ে যার যার আবাসস্থলে নিরাপদে থাকে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।