আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ কে নতুন চেয়ারম্যান নিয়োগ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। তিনি আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন এবং বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়
প্রজ্ঞাপনে বলা হয়,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
চট্টগ্রাম পাহাড়তলি চক্ষু হাসপাতাল: নিষিদ্ধ করল কর্মচারীদের বোরকা ও নেকাব পরা
এর আগে ২০১৯ সালে নগর আওয়ামী লীগের সহ সভাপতি এম জহিরুল আলম দোভাষকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
পরে ২০২১ সালে দ্বিতীয় দফায় তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।