গত ১৪/০৪/২০২৪ইং তারিখ ডেন্টাল সোসাইটি বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি এবং ডা. সিকদার ডেন্টাল কেয়ার এর স্বত্বাধিকারী ও ডেন্টাল সার্জন ডা. মো: মিজানুর রহমান সাহেবকে কথিত চাঁদাবাজি মামলা গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায়৷ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বিনা শর্তে সিনিয়র চিকিৎসকের মুক্তি দাবী করছি।
অন্যথায়, দন্ত চিকিৎসকগণ চিকিৎসা ব্যবস্থা ব্যাহত রেখে জনগণের ভোগান্তির কারণ না হন,সেদিকে সুদৃষ্টি রাখার অনুরোধ রইলো। ব্যাপারটি যথাযথ নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের মাধ্যমে উক্ত চিকিৎসকের সম্মানজনক মুক্তি দাবি করছি।
ডা:মিজানুর রহমান একজন সিনিয়র ডেন্টাল সার্জন। তিনি সুনামের সহিত দীর্ঘ ২১ বছর দন্ত সেবা দিয়ে আসছেন। মিথ্যা, মানহানীরকর এজাহারে তথ্য গোপন করে মামলা করার কারণে অনেক রোগী তাদের চলমান দাঁতের চিকিৎসা সম্পাদন করতে পারছে না।
অতএব, বিনা শর্তে সিনিয়র ডেন্টাল সার্জন মিজানুর রহমানের মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।
ডাঃ ইফতিখার উদ্দীন কুতুবী
সভাপতি
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, কক্সবাজার জেলা।
ডাঃ মোঃ বশির আহমেদ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, কক্সবাজার জেলা।