নিজস্ব প্রতিবেদক:
বিসিক কক্সবাজারে ওয়েল্ডিং পদ্ধতির উপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বিসিক জেলা কার্যালয় ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে ২০-২৪ এপ্রিল পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিসিক প্রধান কার্যালয়ের দক্ষতা ও প্রযুক্তি বিভাগের ডিজিএম প্রকৌ. মো: মহিউদ্দিন।

বিসিকের দক্ষতা ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় গত ২০ এপ্রিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো: মোতাহার হোসেন।

পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহসিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সটির বিশেষ অতিথি ছিলেন, লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের ডিজিএম মো. জাফর ইকবাল ভূঁইয়া।

স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয়ের এজিএম মুহাম্মদ রিদওয়ানুর রশিদ। কোর্স সমন্বয়ক ছিলেন প্রমোশন কর্মকর্তা সৈয়দ আহসান হাবীব।

প্রশিক্ষণে বিভিন্ন প্রকার ওয়েল্ডিং এর উপর প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ওয়েল্ডারের ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনে বিশেষ ধরণের পোশাকাদি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।