ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে ছুটছেন। এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ মে) উপজেলার কলেজ গেইট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা।

ভাইস চেয়ারম্যান প্রার্থী জুনাইদুল হক (চশমা) বিশাল শোডাউন সহকারে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে প্রার্থী জুনাইদুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।


৮ই মে অনুষ্ঠিতব্য কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন , ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

খবর পড়ুন:

বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।