এইচ এম রুহুল কাদের,চকরিয়া:
চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের বিরুদ্ধে লোকজন নিয়ে এবার চকরিয়া প্রেসক্লাবের সভাপতিসহ কয়েকজন সাংবাদিককে প্রকাশ্য ‘সাইজ করা ও পায়ের নলা কেটে নেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চকরিয়া থানা মসজিদের সামনে সাংবাদিকদের পথরোধ করে প্রকাশ্য তাদের হুমকি দেন জাফর আলমসহ তার লোকজন। এ ঘটনায় মধ্যরাতেই চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে সাবেক এই এমপির নেতৃত্বে চকরিয়া থানা সেন্টার এলাকায় মানবজমিন প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠে। হামলার একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া তার দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে আহত অবস্থায় মোহাম্মদ উল্লাহকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
এ ঘটনায় রাতে অভিযোগ দিতে চকরিয়া থানায় যাওয়ার পথেই তাদের পথ আটকে ফের হুমকি দেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম ও তার লোকজন।
অভিযোগে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে মঙ্গলবার সহকর্মী ও প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহামুদ উল্লাহকে মারধর করেন সাবেক এমপি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের নেতৃত্বে তার সহযোগীরা। বিষয়টি থানা পুলিশকে অবহিত করতে যাচ্ছিলেন ১৪ জন সহকর্মীকে নিয়ে। তারা থানা সেন্টার মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে লোকজন নিয়ে উপস্থিত হন জাফর আলম।
এসময় মামলায় জড়িয়ে সাংবাদিকদের নানাভাবে শায়েস্তা করার হুমকি দিতে থাকেন তারা। জাফর আলমের একজন সহযোগী সাংবাদিকদের ‘পায়ের নলা কেটে নেওয়ার’ হুমকি দেন। আরেক সহযোগী হুমকি দিয়ে বলেন, ‘চকরিয়ার যেখানেই সাংবাদিক দেখবে সেখানেই পেটানো হবে।’ অপর এক সহযোগী বলেন, ‘জাহিদ (সাংবাদিক) তোকে অনেক শরমাইছি, আর নয়। এবার সাইজ করব।’
এ ঘটনায় বাদীসহ সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাহউল হক বলেন, ‘হুমকির পরপরই সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলার আশঙ্কা ছিল। ঘটনা শুনে তাৎক্ষণিক ওসি শেখ মোহাম্মদ আলী ও ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরীসহ একদল পুলিশ ঘটনাস্থলে এলে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পান সাংবাদিকেরা।’
হুমকির ঘটনায় থানায় জিডি করা চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, ‘মঙ্গলবার সহকর্মী মোহাম্মদ উল্লাহকে মারধরের পর আবারও সাংবাদিকদের উপর হুমকি ও হামলা করতে পারে তা কল্পনাও করিনি। কিন্তু সেই ঘটনাই ঘটিয়েছেন সাবেক এমপি জাফর ও তার সহযোগীরা। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকদের উপর আরও হামলা হতে পারে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে জাফর আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হুমকির ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হুমকি বা হামলার ঘটনা যাতে না ঘটে সে পদক্ষেপ নেওয়া হবে।’
জাফর আলম চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য। গেল নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে কল্যাণ পার্টি প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হন তিনি। এরপর দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতিমধ্যে মনোনয়ন পত্র বৈধও ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
খবর পড়ুন:
বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ
মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।