মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা জজশীপের অধীনস্থ কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার নুর হোসেন (৫৭) আর নেই। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি--রাজেউন)।
কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সেরেস্তাদার নুর হোসেন কক্সবাজার শহরের নুর পাড়ার ভাড়াবাসায় মধ্যাহ্নভোজ সেরে বেলা ২টার দিকে বাসাতেই হাঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সাড়ে ৩ টার দিকে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেরেস্তাদার নুর হোসেনকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী রেখে যান। তিনি দক্ষতা ও সুনামের সাথে জেলা জজশীপ এর বিভিন্ন শাখায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
সেরেস্তাদার নুর হোসেন এর প্রথম নামাজে জানাজা কক্সবাজার জেলা জজ আদালত কম্পাউন্ডে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে অনুষ্ঠিত হয়। জানাজায় বিচারক, আইনজীবী, বিচার বিভাগীয় স্টাফ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লী অংশ নেন। এরপর সেরেস্তাদার নুর হোসেন এর মৃতদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
চাঁদাবাজি মামলায় দীপক দাশসহ ৪ জন কারাগারে
শোক প্রকাশ :
কক্সবাজার সদর সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার নুর হোসেনের মৃত্যুতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কক্সবাজার জেলা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এবং সাধারণ সম্পাদক ও কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী গভীর শোক প্রকাশ করেছেন। এসোসিয়েশন এর নেতৃবৃন্দ সেরেস্তাদার নুর হোসেনের মৃত্যুতে তাঁদের একজন মেধাবী, সৎ, দায়িত্বশীল, নিষ্ঠাবান সহকর্মীকে হারালেন বলে মন্তব্য করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।