শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা জানান,আচরণ বিধিমালা লঙ্ঘন করে মিছিল সহকারে অতিরিক্ত গাড়ি ব্যবহার করায় বই মার্কার প্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ উদ্দিন তালুকদারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।