নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধ গরু আনতে গিয়ে দুই বাংলাদেশি নাগরিক ল্যান্ড মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার(৪ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীন ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৭/৪৮ এর মাঝামাঝি এলাকার শূন্য লাইন থেকে মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা এলাকায় ল্যান্ড মাইনন বিস্ফোরণে ২জন বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য ৭ টা ৪০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে নেওয়ার পরামর্শ দেন বলে জানা যায়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়।
উল্লেখ্য আহত ব্যক্তিরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু ক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
আহত ব্যক্তিরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কম্বনিয়ার মৃত মোহাম্মদের পুত্র নুরুল আবছার (১৯) ও অপর ব্যক্তি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওর্য়াড়ের আলি আহমদের পুত্র মো : বাবুল (১৭)।
উক্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খবর পড়ুন:
রামুতে ২০ হাজার ইয়াবাসহ আটক দুই
সুন্দরবনে আগুন: ছড়িয়ে পড়েছে ৩ কি.মি. এলাকাজুড়ে
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।