আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা এলাকায় রাশেদার ছেলেসহ দুইজনকে দেশীয় অস্ত্র নিয়ে হত্যা চেষ্টা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাবিব উল্লাহর ছেলে মিজান, একই এলাকার আহমুদুর রহমানের ছেলে সোহেল ও আবুল হোছেনের ছেলে হাবিব উল্লাহ।
শনিবার(০৪মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃদস্তগীর হোসাইন।
রামুতে ২০ হাজার ইয়াবাসহ আটক দুই
তিনি জানান,শনিবার (৪মে)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে পুলিশের একটি দল হত্যা চেষ্টা মামলার তিন আসামি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার তাদের বাড়িতে অবস্থান করছে।এমন তথ্যে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাজপুরা এলাকায় হামলা করে রাশেদার ছেলেসহ দুইজনকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মক জখম করে আসামীরা।এঘটনায় আহতের মা রাশেদা বাদী হয়ে ৪জনকে এজাহারনামীয় আসামি ও ২/৩ জনকে অজ্ঞাতনামা করে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
তিনি আরো জানান,গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।
খবর পড়ুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত ২