সোয়েব সাঈদ, রামু
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৮ মে কক্সবাজারের হোটেল সী প্যালেস এ অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক ও কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম ভুঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ সহ সকল প্রকল্প প্রধানগণ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, দেশের বীমা শিল্পে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অন্যতম বীমা প্রতিষ্ঠান। প্রগতি লাইফ আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০১৯, ২০২০ ও ২০২১ এ স্বর্ণ পদক অর্জন করেছে। বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা শিল্পের উন্নয়নে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে, যা আমাদের সঠিক পথে সাফল্য অর্জনে সহায়তা করবে। সুতরাং আইডিআরএ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত নীতিমালা আমাদের মেনে চলতে হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর মোট প্রিমিয়াম গত বছরের তুলনায় এই বছর প্রায় ১২% বৃদ্ধি পেয়েছে এবং ২০২৩ সালে লাইফ ফান্ড হয়েছে ৬৩৩ দশমিক ৩৫ কোটি টাকা। ২০২৩ সাল শেষে মোট বিনিয়োগের পরিমাণ ৫৪৭ দশমিক ৪১ কোটি টাকা। সকলের প্রচেষ্টায় আগামী বছর ব্যবসা এবং বিনিয়োগের পরিমাণ আরো বৃদ্ধি হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন অনিয়মের কারণে দেওলিয়া হওয়ার পথে এবং তারা গ্রাহকদের দাবির টাকা পরিশোধ করতে পারছে না। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এ এই ধরনের কোন সমস্যা নেই। আমরা সব সময় গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে দাবী সময় মতো পরিশোধে বদ্ধপরিকর। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রতিটি উপজেলায় সংগঠন তৈরি করে অফিস স্থাপন করতে হবে। বেশি বেশি মহিলা কর্মী নিয়োগ করতে হবে, যাতে তারা বিদেশে চাকুরিরত পরিবারের সদস্যদের বিমার প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের বীমা করতে উদ্বুদ্ধ করাতে সক্ষম হয়। এতে ব্যবসার পরিধি আরও সম্প্রসারিত হবে।
সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২৩ সালের সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২৪ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসায় সাফল্য অর্জনের ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
আরো খবর পড়ুন
চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন চাই
কক্সবাজার সদর উপজেলায় অধ্যাপিকা রোমেনা আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।