নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পুরুষ ও কিশোরদেরকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। বরিশালে বৃহস্পতিবার এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
সুইডেন ভিত্তিক উন্নয়ন সংস্থা ম্যান’র সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে নগরীর একটি হলরুমে আয়োজিত দিনব্যাপি কর্মশালায় দেশের ৪ টি জেলার অর্ধশত তরুণ অংশ নেন। বরিশালসহ জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রাম।
এসময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান ইকো-মেন উদ্যোগের বিষয়ে কর্মশালায় প্রধান ধারণাপত্র উপস্থাপন করেন।
কর্মশালায় ৮ মাস ব্যাপী চলমান ইকো-মেন প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় জেন্ডার বৈষম্য দূর ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। নারী অধিকার ও পরিবেশের অধিকারসহ যেকোনো অধিকারের মূল্যবোধ একই। ফলে যে কৌশল পরিবেশের সুরক্ষা ও তত্ত্বাবধানে কাজ করবে, তা নারী অধিকার রক্ষায়ও কাজ করবে। তাই পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে পরিবেশগত তত্ত্বাবধানে জেন্ডার রুপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) কৌশল প্রয়োগ করতে হবে।
কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা এনজিও সমন্বয়ক ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারীনেত্রী প্রফেসর শাহ-সাজেদা, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আসলে যুদ্ধটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে। এ পুরুষতন্ত্রের মধ্যে পুরুষ যেমন রয়েছেন, নারীও রয়েছেন। পুরুষত এ জায়গাগুলোতে একসঙ্গে কাজ করার সুযোগ । সরকারের দিক থেকে নীতিমালার দিকগুলো আসবে। সাংস্কৃতিক পরিমণ্ডলের পরিবর্তনে আমাদের পরিবার, সমাজে সবাইকে নিয়ে কাজ করতে হবে। পুরুষতান্ত্রিকতা ও পরিবেশ দূষণ মোকাবিলায় পুরুষ ও কিশোরদেরকে সম্পৃক্ত করার এখনই সময়।
ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনের জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করা দরকার। বাংলাদেশের জনসংখ্যার এক–চতুর্থাংশই তরুণ। তাঁরাই ভবিষ্যতে জেন্ডার বৈষম্য দূর করার পাশাপাশি একই সাথে পরিবেশগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাই তাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের বিকল্প নেই বলে বক্তারা মন্তব্য করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথনেটের পার্টনারশিপ কো-অর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকো-মেন প্রজেক্ট লিড এসজেড অপু, ইয়ুথনেটের বরিশাল জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, ইকো-মেনে’র জেলা সমন্বয়কারী আশিকুর রহমান, ইকো-ম্যান প্রকল্প ব্যবস্থাপক ময়ূরী আক্তার টুম্পা ও বেডস-এর প্রকল্প ব্যবস্থাপক শামসুর রহমান শুভ প্রমুখ।