শেফাইল উদ্দিন, ঈদগাঁও:
ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার জাহান জেসমিন কলসি মার্কার সমর্থনে রয়েল ইলেকট্রনিক সমিতির সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১০মে) সন্ধ্যা ৭ টার দিকে প্রিন্স অফ ঈদগাঁও কমিউনিটি সেন্টারের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাজারের ইব্রাহিম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মহি উদ্দিনের সঞ্চালনায় হাফেজ তৌহিদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, (অব.) প্রধান শিক্ষক সিরাজুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মেম্বার বজল আহমদ, শিক্ষক মোক্তার আহমদ, জালালাবাদের সাবেক মেম্বার মোক্তার আহমদ, নারী নেত্রী পারভিন আক্তার,ব্যবসায়ী আনোয়ার হোসেন,রয়েল ইলেকট্রনিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, সভাপতি মনছুর আলম,ব্যবসায়ী ও বিশিষ্ট ইলেকট্রিশিয়ান রমিজ রাজা, হারুন রশিদ, নুরুল আলম, জয়নাল আবেদীন সহ অনেকে ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ আটক ১
বক্তার বলেন, কাউছার জাহান জেসমিন কলসি মার্কা নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন জেনে আমরা সবাই অনুপ্রাণিত। তিনি একজন যোগ্য প্রার্থী, তিনি জালাল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। তিনি জিপি গ্রুপের সভাপতি এবং সফল নারী উদ্যোক্তা। দীর্ঘদিন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন।
তাই এ যোগ্য মহিলা ভাইস প্রার্থীকে বিজয়ী করলে নারীর অধিকার আদায়, এলাকার উন্নয়ন , ও গরীব দুঃখী মানুষের জন্য কাজ করবেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার জাহান জেসমিন বলেন, আমি মানুষের জন্য কাজ করতে ভালোবাসি। আমি মানুষের সেবা ও এলাকায় উন্নয়নের লক্ষ্যে আমার এ পদযাত্রা। আমি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
আমাকে যোগ্য মনে করলে আপনারা কলসি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবো।
খবর পড়ুন
ন্যাভিগেটিং গ্লোবাল মাইগ্রেশন ডাইনামিকস: বাংলাদেশ থেকে অন্তর্দৃষ্টি
মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়াত ডা. জামালের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে
কক্সবাজারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভা রোববার : নেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত