নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে মো.নুরুল আমিন-মো.শামশুল আলম প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক (হিসাব)সহ ৭ পদে জয় পেয়েছে।
প্রতিদ্বন্দ্বী মো.আতাউল ইসলাম ও মোহাম্মদ সাহাব উদ্দিনের প্যানেল থেকে একজন সহ-সভাপতিসহ মোট ৮ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ মে) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এডভোকেট ক্লার্ক সমিতির প্রাঙ্গণে একটানা ভোটগ্রহণ হয়। মোট ৬০৯ ভোট থেকে কাস্ট হয়েছে ৫৮৫টি।
এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল আনোয়ার।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. নুরুল আমিন ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী
মোঃ আতাউল ইসলাম পেয়েছেন ২৩৭ ভোট।
মো.আতাউল ইসলাম ও মোহাম্মদ সাহাব উদ্দিন প্যানেল থেকে আব্দুল খালেক (২) ২৯৪ ভোট পেয়ে সহ-সভাপতি (১ম) পদে নির্বাচিত হন। আরেকটি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো.নুরুল আমিন-মো.শামশুল আলম প্যানেলের জিয়াউর রহমান। তার প্রাপ্ত ভোট ২৩০টি।
সর্বোচ্চ ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শামশুল আলম। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাহাব উদ্দিনের প্রাপ্ত ভোট ২০৪টি।
২৭০ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে নির্বাচিত হয়েছেন মোরশেদ আলম। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ২৪১ ভোট।
সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন মো. কায়ছার হামিদ। তার প্রাপ্ত ভোট ২৮৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবদুল হাসিম পেয়েছেন ২৫৯ ভোট।
তথ্য ও প্রচার সম্পাদক পদে শাহ আলম বাদল ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে মো. বেলাল উদ্দিন পেয়েছেন ২৩৫ ভোট।
৩৩২ ভোট পেয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সরওয়ার কামাল। প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ১৮৮।
এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে, ফোরকান আহমেদ খোকন, মো. এরশাদ উল্লাহ সিকদার, মো. জাহাঙ্গীর আলম, মো. ফয়সাল উদ্দিন, মিজানুর রহমান, মুহাম্মদ ওসমান গনি ও নাছির উদ্দিন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র আইনজীবী মোঃ আব্দুর রশিদ।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসলাম নূরী, মোহাম্মদ ফেরদাউস, নন্দন সরকার ও শওকত আজমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। বিশেষ করে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এদিকে মো.নুরুল আমিন-মো.শামশুল আলম প্যানেল জয়ের পেছনে ক্যারিশমেটিক ভূমিকা পালন করেছেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ হাছান, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, মহি উদ্দিন, মোহাম্মদ তুহিন, সিনিয়র নেতা হেলাল উদ্দিন চৌধুরী, আবুল আফা মোহাম্মদ খালেদ, সিরাজুল হক। যে কারণে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে মৌলিক পদে তারা জয় পেয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্যানেলের নবনির্বাচিত নেতৃবৃন্দ।