নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পৌরসভার সাবেক চার বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক ফোরাম।
রবিবার (১২ মে) সন্ধ্যায় শহরের একটি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনার জবাবে চেয়ারম্যান নুরুল আবছার বলেন, জনগণ বিপুল ভোটে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কাজের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রমাণ দিব। স্বজন প্রীতি আমার কাছে স্থান পাবে না। দল মত নির্বিশেষে সবার অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে।
চেয়ারম্যান নুরুল আবছার বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি। তারা যে কোন সমস্যায় আমাকে সর্বদা পাশে পাবে।
চেয়ারম্যান হিসেবে সংবর্ধনা প্রদান করায় ব্যবসায়ী ফোরামের প্রতি কৃতজ্ঞতা জানান নুরুল আবছার।
ফোরামের আহবায়ক ও সাবেক পৌর কমিশনার আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ, কৃষক লীগ নেতা আনিসুল হক চৌধুরী ও সদরের ঝিলংজা ইউপি সদস্য মো. নাছির উদ্দিন।
ফোরামের সদস্য সচিব আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোস্তফা, সদস্য আলী আহমদ, আমিনুল হক, শেখ ফরহাদ, মোহাম্মদ আলম, আব্দুস সাত্তার, আজিজুল হক চৌধুরী, ইকরাম আলী খান, সাবেক পৌর কমিশনার মনছুর আলম, মাওলানা ফারহান উল্লাহ, নাসির উদ্দীন, মোহাম্মদ করিম উল্লাহ, সমীর কান্তি দে, ডা. নুরুল ইসলাম, কাউছার আলম, কাসেম আলী, আব্দুর রহিম, মোরশেদ আলম, মোহাম্মদ সিদ্দিক নুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।