নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমার বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী আরকান আর্মি (এএ) গুলিতে আবুল কালাম নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।
রোববার (১২ মে) সকাল সাড়ে ৮ টার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ ফুলতলী বিওপি এলাকার সীমান্ত পিলার ৪৮ এর শূন্য লাইন থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ( এএ) গুলিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিছড়া গ্রামেন মৃত বদিউজ্জামানের পুত্র আবুল কালাম (২৮) ঘটনাস্থলে নিহত হন। নিহত আবুল কালামকে গরু আনতে যাওয়া কয়েকজন মিলে ঘটনাস্থল থেকে নাইক্ষ্যংছড়ি সদরে নিয়ে এসেছে বলে জানান বামহাতিছড়ার শাহজাহান। প্রত্যক্ষদর্শী ফুলতলী সাবেক মেম্বার আহমদ নবী বলেন, নিহত আবুল কালামসহ আরো কয়েকজন ভোর রাতে মায়ানমার গরু আনতে গিয়েছিল সীমান্তের ৪৮নং পিলার দিয়ে। সকালে গোলাগুলি শব্দ শুনতে পায়। একটু পরে আবুল কালামকে গুলিবিদ্ধ দেখতে পায়। গত কয়েকদিন যাবত সীমান্তের এই পয়েন্ট প্রতিদিন বিকাল হতে রাত অবধি মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরকান আর্মি(এএ) ও বাংলাদেশ সীমান্তের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ' র সাথে ব্যাপক গোলাগুলি হচ্ছে বলে সীমান্তের জারুলিছড়ির বাসিন্দা মৌলনা জালাল আহমদ ফুলতলীর দোকানদার নুর কাদের জানান।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ৪৮ নং সীমান্ত পিলার এলাকায় আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এমন খবর পেয়েছেন বলে জানান।