শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:
এমভি আব্দুল্লাহ অবশেষে নোঙ্গর করেছে কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়া চ্যানেলে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি ২৩ নাবিকসহ নোঙর করে।
জানা গেছে, কুতুবদিয়ায় কিছু চুনাপাথর আনলোড করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হবে জাহাজটি। জাহাজে থাকা সব নাবিক সুস্থ রয়েছেন। জিম্মি হওয়ার দীর্ঘ দিন পর স্বজনের সঙ্গে মিলিত হবেন ২৩ নাবিক। তাদের বরণ করবেন স্বজনরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে এসেছে এমভি আব্দুল্লাহ। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি পণ্য খালাসের জন্য জাহাজটি চট্টগ্রাম বন্দরের যাবে।
উল্লেখ্য, সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এই এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়।