সিবিএন ডেস্ক
সদ্য প্রকাশিত এসএসসি পরিক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছেন উখিয়ার বিজ্ঞান বাড়ি কোচিং সেন্টার।
এসএসসি ২০২৪ ব্যাচ এর গোল্ডেন A+ পেয়েছে (৬জন), A+ পেয়েছে (৩জন) সর্বমোট:- A+ (৯জন) এবং বাকিদের ফলাফল সন্তোষজনক।
GPA-5 প্রাপ্ত বিজ্ঞান বাড়ির শিক্ষার্থীরা হলেন- সুরাইয়া জান্নাত, নূরী, তাকিয়া, রুদবা, নওশিন শারমিলি সুবাহ, লাবণ্য, ফাহিম কবির তামিম, ইমরান আহমেদ, আরিফুল ইসলাম সবুজ।
শিক্ষার্থীদের এই অসামান্য ফলাফল নিয়ে বিজ্ঞান বাড়ির পরিচালক জনাব শফিউল করিম মুন্না বলেন, কোচিং সেন্টারের এই সফলতার ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি এবং সকলে দোয়ায় রাখবেন আগামীতেও যেন এই সফলতা ধরে রাখতে সক্ষম হই।
খবর পড়ুন
ফলাফলে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শীর্ষে
এসএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ পেয়েছে তাসনিয়া