আব্দুস সালাম, টেকনাফ
পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক ব্যক্তিকে দুবৃত্তের হামলায় হত্যা করা হয়েছে। সোমবার (১৩ মে) বিকাল ৪টায় মহেশখালীয়া পাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আমির আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ভিকটিম আবদুর রাজ্জাক তার বন্ধু মো: আলীসহ সোমবার বিকালে তুলাতলী নিজ গ্রাম থেকে বটতলি বাজারে যাওয়ার পথে সদর ইউপিস্থ মহেষখালীয়াপাড়া গ্রামে ভিকটিমকে গতিরোধ করে পূর্ব শত্রুতার জের ধরে নতুন পল্লান পাড়ার আবদুস সালামের ছেলে সাহাব উদ্দিন, আমান উল্লাহ ও সেলিম ভিকটিমকে লাঠি দ্বারা মারতে মারতে গ্রামের ভিতর নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মহেশখালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা থেকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তত এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পড়ুন
টেকনাফে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
জিম্মিদশা থেকে মুক্ত আবদুল্লাহ নোঙর করেছে কুতুবদিয়ায় ( ভিডিও)
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।