হাছান মাহমুদ সুজন, কুতুবদিয়া :
সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত চট্টগ্রাম কবির গ্রুপের মালিকানাধীন বহুল আলোচিত জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক বাড়ি ফিরেছে। পাশাপাশি অপর একটি জাহাজের মাধ্যমে চট্টগ্রাম থেকে আসা ২৩ নাবিক ওই জাহাজের দায়িত্ব বুঝে নেন।
মঙ্গলবার (১৪-মে) দুপুর ১২ টার দিকে একই গ্রুপ'র মালিকানাধীন জাহাজ এমভি জাহান মনি-৩ এর মাধ্যমে কুতুবদিয়া চ্যানেল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
ওই দিন বিকালে চট্টগ্রাম বন্দরের জেটিঘাটে পৌঁছালে বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতায় স্বজনরা তাদের বরণ করে নেন বলে জানা গেছে।
এর আগে সোমবার (১৩-মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চুনাপাথর বহন করা ওই জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে।
মঙ্গলবার দুপুরে নৌকা যোগে কুতুবদিয়া চ্যানেলে ওই জাহাজের সন্নিকটে গিয়ে দেখা যায়, বিশাল ওই এমভি আব্দুল্লাহ থেকে অপর দু'টি কার্গো জাহাজে চুনা পাথর খালাস করছে।
সেখানে পৌঁছালে সাংবাদিকদের দেখে আবেগাপ্লুত হন দস্যুদের জিম্মিদশা থেকে খালাসপ্রাপ্ত নাবিকেরা। হাত নাড়া দিয়ে জাহাজের উপর থেকে এ প্রতিবেদকসহ অপরাপর সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতাসহ উচ্চ স্বরে বাড়ি ফেরার আনন্দ-অনুভূতি প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২-মার্চ) সোমালিয়ান দস্যুর কবলে পড়ে এমভি আব্দুল্লাহ্। দীর্ঘ মাসখানেক পর জলদস্যুদের চাহিদানুযায়ী মুক্তিপণ দিয়ে ছাড়া পায় ওই জাহাজটি।
মুক্তির পর আমিরাতের আল-হামারিয়া বন্দরে পণ্য খালাস শেষে অপর একটি বন্দর থেকে চুনাপাথর ভর্তি করে টানা দু'সপ্তাহ পর গত সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে জাহাজটি।