জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল এবং সুফিয়া কামাল হলের সামনের রাস্তা সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়কে কোন স্পিড ব্রেকার না থাকায় শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে।যে কোন মুহূর্তে দুর্ঘটনায় কোন না কোন মায়ের বুক খালি হতে পারে!
গত বছরের ২৫শে জানুয়ারি একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইলা এবং এপ্রিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণা দাস সুফিয়া কামাল হলের সামনে দিয়ে হেঁটে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আহত হন ।চলন্ত বাস ধাক্কা দেওয়ার কারণে তারা উল্টে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান।
সুফিয়া কামাল হলের সামনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল।
ফজলুল হক মুসলিম হলের সামনেও একই অবস্থা। কোনো স্পিড ব্রেকার নাই। মৃত্যু পরোয়ানা নিয়ে রাস্তায় চলাচল করছেন শিক্ষার্থীরা।
দুই হলের সামনে দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দ্রুতগামী গাড়ি, মোটর সাইকেল, ট্রাক, মাইক্রো ইত্যাদি চলাচল করে। বিভিন্ন লোকাল বাস যেমন- শুভযাত্রা , বঙ্গবন্ধু এয়ারপোর্ট অ্যাভিনিউ, প্রভাতী-বনশ্রী, গুলিস্তান-গাজীপুর ইত্যাদিও এই রাস্তা দিয়ে চলাচল করে। হলের সামনে স্পিড ব্রেকারের অভাবে এসব গাড়ির গতিও তো নিয়ন্ত্রণে থাকে না। ফলে যেকোনো সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই পারে।
দুই হলের অদূরেই রাস্তা পারাপারের জন্য আছে একটা ফুটওভার ব্রিজ । কিন্তু সেটাও ব্যবহার করতে চায় না শিক্ষার্থীরা।কারণ ওভার ব্রিজে সবসময় নেশাগ্রস্তদের আড্ডা লেগেই থাকে। তারা মেয়ে দেখলেই টিজ করে, অদ্ভুতভাবে তাকায়, সিগারেট টানে, ড্রাগস ইনজেক্ট করে ইত্যাদি ইত্যাদি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এসব ব্যাপারে কবি সুফিয়া কামাল হলের বিগত কয়েকজন প্রাধ্যক্ষের সাথে দফায় দফায় বৈঠক করেছেন শিক্ষার্থীরা। কোন কাজে আসে নি।
এই দুই হলের বাইরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, দোয়েল চত্বর সহ বিভিন্ন সড়কে স্পিড ব্রেকার না থাকায় শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে। কয়েকটি সড়কের পুরোনো স্পিডব্রেকার ক্ষয় হয়ে যাওয়ার কারণে গাড়ির গতিও নিয়ন্ত্রণে থাকে না। ফলে ক্যাম্পাসে চলাচলে ঝুঁকি থেকে যায়।
সুফিয়া কামাল হল এবং ভিসি বাংলোর সামনে নতুন
স্পিড ব্রেকার, কেন্দ্রীয় খেলার মাঠের সামনে ক্ষয় হয়ে যাওয়া পুরোনো স্পিড ব্রেকার সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী(সিভিল) মো. আব্দুল মান্নান।
স্পিড ব্রেকারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে দফায় দফায় বৈঠক করছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান । তিনি বলেন, "ক্যাম্পাসের কিছু জায়গায় নতুন স্পিড ব্রেকার দরকার। আবার কিছু জায়গায় 'ক্ষয়' হয়ে যাওয়া পুরোনো স্পিড ব্রেকার সংস্কার করা দরকার। আমরা সবকিছুই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বুঝিয়ে বলেছি।আজকেও এই বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে বৈঠক করেছি"।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল জানান, "ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কে ইতোমধ্যেই অনুরোধ করেছি। আশা করি,আগামী এক মাসের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন স্পিড ব্রেকার নির্মাণ করবে"।
খবর পড়ুন
৯৪ দিনে কোরআন কারীম মুখস্থ করল ৯ বছরের নুসাইব
পেকুয়ায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ