বরিশালে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুক আইডিতে পোস্ট করায় যুবলীগ নেতা হায়দার সিপাহীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হায়দার সিপাহী উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আলতাফ সিপাহীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
মঙ্গলবার(১৪ মে) দুপুর ২টার দিকে জেলার বাকেরগঞ্জ বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন জানান, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হায়দার আলী সিপাহী তার ব্যবহৃত ফেসবুক আইডি “MD Hayder” আইডি থেকে রোববার (১২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ব্যঙ্গ করে পোস্ট করে ও সেই ছবির পোস্টের নিচে নিজেই অশ্লীল কমেন্টস করেন।
নির্বাচনী পথসভায় হামলা, চেয়ারম্যান প্রার্থী আহত ১৫
এ ঘটনায় উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ মো. ইমাম সরোয়ার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একটি মামলা দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।