প্রেস বিজ্ঞপ্তি
পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক তারুণ্য চালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া চীন, সিঙ্গাপুর ও ফিলিপাইনে সফরে যাচ্ছেন।
বুধবার(১৪ মে) কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।
ফ্রেডরিক ইবার্ট শিফটাং এশিয়া কর্তৃক আয়োজিত সিঙ্গাপুর সিভিক লিডারশিপ ওয়ার্কশপে তিনি যোগ করছেন ১৪ ও ১৫ মে।
ফ্রেডরিক ইবার্ট শিফটাং ফিলিপাইন আয়োজিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক রাজনীতি সম্মেলন যোগ দিবেন ১৬-২০ মে। বিভিন্ন দেশ হতে মোট ২০ জন সিভিল সোসাইটি লিডার এতে অংশগ্রহণ করবেন। এশিয়ার উদীয়মান, উদ্যোগী রাজনৈতিক নেতৃত্ব হতে ২০ জন তরুণ এতে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচি আয়োজিত দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন সফর করবেন ২০-২৪ মে। আগামী ২৫ মে তিনি দেশে ফিরবেন।
এ বিষয়ে সিইএইচআরডিএফ এর সহকারী প্রধান পরিচালক(জিএইচকিউ) মোহাম্মদ খুবাইব বলেন, আমরা (সিইএইচআরডিএফ) পরিবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আশা করছি তার এ সফর বাংলাদেশের সম্ভাবনাময়, নতুন তারুণ্যের রাজনীতি, রাজনৈতিক সংকট ও সমসাময়িক রাজনৈতিক চিম্তার সংকটট ঘোচাতে প্রয়োজনীয় নেতৃত্ব দক্ষতা সৃষ্টি, নয়া অংশগ্রহণ পদ্ধতি ও তারুণ্য ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ সফলতা বয়ে আনবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।