সভাপতি ফজলুল কাদের চৌধুরী , সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, সম্পাদক এইচ এম এরশাদ
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, মামলা- হামলা এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ করার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাব আত্মপ্রকাশ করেছে।এ উপলক্ষে সাধারণ সভা শনিবার (১১ ডিসেম্বর) সদর উপজেলা পরিষদের এডভোকেট শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা দৈনিক রূপালী সৈকতের প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী। এতে বক্তব্য রাখেন, ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক বায়ান্ন ও ডেইলি বাংলাদেশের কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক এইচ এম ফরিদুল আলম শাহীন।দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ। দৈনিক গণসংযোগের সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, সাংবাদিক মোঃ শহিদুল্লাহ,
মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক কক্সবাজার বার্তার সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক ইকবাল বাহার চৌধুরী, দৈনিক রূপালী সৈকতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. নেজাম উদ্দিন, দৈনিক রূপালী সৈকত নির্বাহী সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক নুরুল আমিন ছিদ্দিক, কলিম উল্লাহ, মুকিম খান, প্রমুখ বক্তব্য রাখেন ।
সভায় উপস্থিত ছিলেন জেলার তৃণমূল পর্যায়ে কর্মরত অন্তত দুই শতাধিক সংবাদকর্মী। এছাড়াও কক্সবাজারের ৯ উপজেলার প্রেসক্লাবের প্রতিনিধি সমূহ সকলে উপস্থিত ছিলেন। সভার দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩ টায়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় ফজলুল কাদের চৌধুরীকে।সিনিয়র সহ-সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন ও সাধারণ সম্পাদক এইচ এম এরশাদকে নির্বাচিত করা হয়। পরবর্তী সময়ে এই তিন সিনিয়র সাংবাদিক বসে পুর্নাঙ্গ কমিটি গঠনের সর্বসম্মতিক্রমে ক্ষমতা অর্পণ করা হয়।